অনলাইন আয়ের সুবিধা

 

বন্ধুরা, বেকারত্ব জীবন কার ভালো লাগে? কারো ভালো লাগে না, তাই না? যারা কোনো কাজ খুজে পায় না, তারাই তো বেকার। 

তোমরা তো বেকার হতে চাও না। তোমরা কেন, কেউই তো বেকার হতে চায় না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তারা বেকার হয়ে যায়। কাজ খুজে পায় না। আবার অনেকে শিক্ষিত হয়ে দিনমজুরের কাজ করতে দ্বিধাবোধ করে। কেননা, তারা মনে করে যে, এত পড়ালেখা করলাম কিসের জন্য, এই দিনমজুরের কাজ করার জন্য? ফলে অনেকেই পড়ালেখা শেষ করেও বেকার।

কিন্তু বন্ধুরা, চিন্তার কোন কারণ নেই। কারণ, বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তি নির্ভর যুগ। এখন সব কাজ অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে। ফলে অনলাইনে কাজের অনেক বড় সুযোগ তৈরি হয়ে গেছে।

অনলাইন কথাটা শুনে নাই, এমন লোক খুব কমই আছে। 

তো যারা পড়ালেখা শেষ করে কোনো কাজ খুজে পাচ্ছ না, তাদের জন্য অনলাইনে কাজ করার একটি বড় সুযোগ করে দিয়েছে অনলাইন সিস্টেম ওয়েবসাইটগুলো। 

তাই বলে যারা Running Student তারা যে অনলাইন আয় করতে পারবা না, সেটা কিন্তু ঠিক না। আমি এমনও student দেখেছি, যে class 6-7 এ পড়ার সময়ই অনলাইন থেকে মাসে ৩০-৫০ হাজার টাকা আয় করে ফেলছে। এটা আমি বাইরের দেশের কথা বলছি না, আমাদের দেশ, বাংলাদেশের কথাই বলছি।

তো বন্ধুরা এই অনলাইন আয় করে আমরা কি ধরণের সুবিধা পাবো? চল তাহলে সেই আয় সম্পর্কে একটু জেনে নিই, যাতে আমরা বুঝতে পারি, এতে কি পরিমাণ সুবিধা পাবো আমরা।

১) অনলাইন আয় ঘরে বসে করা যায়। কোনো টাইম মেন্টেন করতে হয় না। আমাদের যখন মন চাইবে তখনই কাজ করতে পারি। এমনকি যেকোনো স্থান থেকেও এটা করতে পারি। বনে-বাদাড়ে, শহরে-গ্রামে যেখানেই নেট কানেকশন থাকবে, সেখান থেকেই আমরা কাজ করতে পারি। এতে কেও কোনদিন অভিযোগ করবে না।

২) এই কাজ নিজের খেয়াল খুশি অনুযায়ী করা যায়। নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারি। ভালো না লাগলে, সেই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজও করতে পারি। এখানে কেও কোনদিন এই বিষয়ে ঝামেলা পাকাবে না। 

৩) দিন-রাতের কোনো বালাই করতে লাগবে না এখানে। দিনের কাজ দিনে করতে লাগবে, এমন কোনো নিয়ম নেই। আমাদের সুবিধা অনুযায়ী যখন ইচ্ছা তখন কাজ করতে পারি। গভীর রাতে করলেও কেও কোনোদিন বকবে না। 

৪) এখানে একবার পারদর্শী হয়ে গেলে টাকার কোনো কমতি আর হবে না। বৃষ্টির মতো টাকা ঝরবে আমাদের সামনে। এখানে ঘুষের কোনো কারবার নেই। ফলে যে যোগ্য, সে দিন দিন প্রমোশন পেতেই থাকবে। কোনো ঘুষখোর আমাদের এই প্রমোশন ঠেকাতে পারবে না। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেতেই থাকব।

তো বন্ধুরা, তোমরা কি অনলাইন আয় করতে ইচ্ছুক?

নিশ্চয়ই এখন অনলাইন আয় করতে ইচ্ছা হচ্ছে তাই না?

তোমরা যদি অনলাইন আয় করতে চাও, তবে আমাকে কমেন্ট করে জানাও।

আমি ইনশাল্লাহ তোমাদের সেই সম্পর্কে টিপ্স দেওয়ার জন্য আরও লেখালেখি করব।

আর আমাদের ব্লগটিকে Follow কর। 

ধন্যবাদ সকলকে


ইমেইজ ক্রেডিটঃunsplash.com&pexels.com

ইমেইজ ডিজাইনঃ canva.com

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.