ইনকাম করতে যে জিনিসটা সবথেকে জানা জরুলি তা হচ্ছে জ্ঞান
হায়, বন্ধুরা তোমরা কেমন আছ? আসা করি সবাই ভালো আছ। তোমরা পড়া লেখা শেষ করে টাকার অভাবে অনেকে চাকরি পাওনি তাই না। এখনকার অনেক ভালো পড়া লেখা মানুষ চাকরি না পেয়ে কৃষি কাজ করতেছে। তাদের কষ্ট কত খানি যারা চাকরি পায়নি তারাই তাদের দুঃখ বুঝতে পারে। আর আমরা তাদের নিয়ে হাসাহাসি করি। তারাও যদি চাকরি করে ইনকাম করত তাহলে তাদের দুঃখ থাকতো না।
তাই বলী যারা পড়া লেখা ভালো পারো তারা অনলাইন আয় করতে পারো। তোমাদের মধ্যে যারা ইংরেজি ভালো পারো তারা আরও উন্নত মানের কাজ পাবে এমন কাজের মাধ্যম আছে। তোমরা যদি এ মাধ্যমের নাম ও কাজ জানতে চাও তাহলে কমেন্ট করিও। আর যারা বাংলা ভালো পারে তাদের আয়ের সুযোগ আছে। তারা সর্বনিম্ন ২৫ হাজার টাকা ইনকাম করতে পারবে। তোমরা যদি ভালো আয় করতে চাও তাহলে জেনে রাখ সকল কাজেরি পরিশ্রম আছে। কোনটা আল্প আবার কোনটা বেশী কাজ। তোমাদের সকল কাজেরি মধ্যে ধৈর্য থাকা লাগবে। তোমরা যদি ফসল ফোলাও তোমরা কি নিশ্চিন্তে সার বিষ না দিয়ে বলবে আমার ফসল ভালো হবে। তেমনি তোমরা যদি কোন কাজ কর তাঁর পরিমর্যাদা রাখতে হবে। তোমাদের কাজ কর্মে সব সময় সঠিক পথে চলার জন্য প্রতিজ্ঞা করবে। তাহলে তোমাদের কাজ ভালো থাকবে আর টাকা ইনকাম হবে। তোমরা বলতে পারো সঠিক পথে চলা আর টাকা ইনকামের মধ্যে কিসের সম্পর্ক। তোমরা যে সাইটে কাজ করবে তাদের কিছু নিয়ম আছে সেটা হচ্ছে কিভাবে কাজ করলে তোমাদের টাকা প্রদান করবে। তাদের নিয়ম অনুযায়ী কাজ না করলে তারা তোমাকে আর কাজে রাখবে না, অর্থাৎ তোমাদের যে একাউন্ট রয়েছে সেটা তারা ডিলিট করে দিবে। তাই বলছি যে কোন কাজ কর না কেন সব কাজেরি নিয়ম আসে। আর নিয়ম ব্যঘাত ঘটলে কোন না কোন সমস্যা দেখা দিবে।
তোমাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করবে। সব সময় নিয়ম মেনে কাজ করবে। তোমরা যেমনি কাজ কর না কেন এক একটি কাজের এক একটি নিয়ম আছে। তোমরাও নিয়ম মেনে চলবে। তারা কোন অন্য কাজের জন্য টাকা দিবে না তারা যে কাজ দিবে সেটা সম্পূর্ণ সঠিক ও নির্ভুল করতে হবে, আর তাদের যে কাজ সেটা অন্যদের সাইটের মতো হলে কপি করে দিতে পারবা না। যদি দাও তাহলে তোমরা যে সাইটে কাজ করতেছ সেই সাইট তোমাদের টাকা প্রদান করা বাদ দিয়ে দিবে। তোমরা যদি টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাদের নিয়ম মেনে কাজ করতে হবে। আর তোমরা টাকা ইনকাম করতে চাইলে তোমাদের মনকে ধৈর্য রাখাটা অনেক গুরুত্বপূর্ণ।
তোমরা যদি টাকা ইনকামের সাইট সম্পর্কে জানতে চাও, এর ব্যবহার টাকা ইনকামের উপায় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাও। আর আমাদের ব্লগটি ফলো কর যাতে নতুন আর্টিকেল লিখার সাথে সাথে তোমাদের কাছে পোঁছে যায়।
তত দিন সকলে ভালো থাক সুস্থ থাক,
আল্লাহ হাফিজ।
ইমেজ ক্রেডিটঃ Unsplash.com
ইমেজ ডিজাইনঃ Canva.com
কোন মন্তব্য নেই