লেখা লেখি না করেই মাসে ৪০ হাজার টাকা ইনকাম

 


হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছ? আসা করি সবাই ভালো আস। তোমাদের আগের নির্দেশনায় বলেছিলাম লেখা লেখি করে মাসে ২৫ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু যারা লিখতে পারে না তারা কিভাবে টাকা ইনকাম করবে। আজ তাদের জন্য এই আর্টিকেলটি লিখা। আমাদের ফেসবুকে যারা এ প্রশ্ন করেছ তাদের জন্য ধন্যবাদ। এবার বলি তোমরা যারা লেখা লিখতে পারনা Keyboard এ তারাও টাকা ইনকাম করতে পারবে। তোমরা ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে পারবা। কারণ তোমারা ভিডিও তৈরি করে ইউটুবে ছাড়তে পারো আর তোমাদের  চ্যনালে ১০০০ সাবস্ক্রাইব হলে ইউটুব তোমার চ্যনালে অ্যাড প্রদান করবে যার ফলে তোমরা মাসে সর্বনিম্ন ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবে। তোমরা কেউই যে টাকা ইনকাম করতে পারবে না সেটা ভুল কারণ সবার মধ্যে কোনো না কোনো বুদ্ধি আসে। তোমরা যদি তোমাদের বুদ্ধি কাজে লাগাতে পারো তাহলে দেখবে তোমরাও টাকা ইনকাম করতে পারতেছ। তবে যার ধৈর্য নেই সে কিন্তু ইনকাম করতে পারবে না। তোমরা মনে রাখবে সব কাজেরি কিছু না কিছু নিয়ম আছে। সেগুলো না মেনে চললে ইনকাম আসবে না। 

তোমরা যে ইউটুবের ভিডিও বানাবে তার কিছু নিয়ম আছে। যেমনঃ

১। তোমরা কারো কপি করতে পারবা না।

২। তোমরা অশ্লীল ভিডিও বানাতে পারবে না।

৩। তোমরা কোনো শুর চুরি করতে পারবে না।

৪। তোমরা যদি এরকম কাজ কর তাহলে তোমরা ইউটুবের গ্রহনযোগ্য হবে না।

আরও অনেক নিয়ম আছে। তোমরা যখন যে বিষয়ে ভিডিও বানাবে তখন আন্য ভিডিও বানাতে পারবে না। অর্থাৎ তোমরা যে টপিক্স নিয়ে ভিডিও বানাবে সেই টপিক্স নিয়েই শুধু ভিডিও বানাতে হবে। যেমনঃ তোমরা যদি ফানি ভিডিও বানাও তাহলে তোমাদের ফানি ভিডিওই বানিয়ে ইউটুবে ছাড়তে হবে। আন্য ভিডিও ছাড়লে ইনকাম করতে পারবে না। তোমরা ভিডিও বানানোর সময় নিয়ম মেনে ভিডিও বানাবে।

তোমরা প্রত্যেকেই ইনকাম করতে পারবে। তবে যারা পারে না তারা আবার ধৈর্য হারাইও না। কারণ এক সময় তোমাদেরও ইনকাম হওয়া শুরু হবেই। আর যারা ধৈর্য হারাবে তারা ইনকাম করতে তো দূরে থাকো তারা যেন এসব কাজ না করে, নাহলে তো মানুষ জন তাকে নিয়ে হাসাহাসি করবে। মানুষজন ঠাট্রামি করে বলবে কিরে কত টাকা ইনকাম করলি। তার ভালো লাগবে না আর বলবে যারা বুদ্ধি দিয়েছে তারা ভালো না ভুল বুদ্ধি দেয়। তাই তাদের জন্য এ কথাটা বললাম। তোমরা সব সময় ভালো কাজ করবে একদিন না একদিন ভালো কাজের ফল পাবেই। তোমরা যদি চ্যনাল খুলেই টাকার আসা কর তাহলে তোমাদের ইনকাম হবে না। কারণ আগে তোমার ভিডিওগুলি মানুষজন পছন্দ করুক আর তোমার চ্যনাল সাবস্ক্রাইব করুক তাঁরপর না তোমরা টাকার কথা ভাববে। এসব নিয়ম ভালো মতো পরিচালনা করতে পারলে অবশ্যই তোমরা ইনকাম করতে পারবে।    

তোমরা যদি জানতে চাও কিভাবে চ্যনাল তৈরি করে ইনকাম করবে তাহলে কমেন্ট করে জানাও আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী আর্টিকেল তৈরি করব। আর যারা আমাদের ফেসবুকে কমেন্ট করে এই কথা জানিয়েছ তাদের জন্য আবারো ধন্যবাদ।

আর এরকম আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ব্লগটি ফলো করে রাখ। যাতে এরকম আর্টিকেল লিখার সাথে সাথে তোমাদের কাছে পোঁছে যায়। 

তত দিন সকলে ভালো থাক সুস্থ থাক,

আল্লাহ হাফিজ।   

ইমেজ ডিজাইনঃ Canva.com

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.