ব্লগিং করে মাসে ২০০-৩০০ ডলার আয় করি
আপনারা হয়তো অনেকে জানেন না যে ব্লগ থেকে মাসে ২০০ থেকে ৩০০ ডলার অনায়াসে আয় করা যায়।
যারা জানেন, তারা নিশ্চয়ই আরও জানেন যে শুধু ২০০ থেকে ৩০০ ডলার নয়, ব্লগ থেকে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়, এমনকি এই টাকার পরিমাণ আনলিমিটেড পর্যন্ত।
যদি আপনি এ বিষয়ে না জেনে থাকেন তাহলে আজ অবশ্যই এ সম্পর্কে জানতে পারবেন।
আপনি আমার লেখা এর আগের আর্টিকেল এ দেখেছেন যে ঘরে বসেই কি করে আয় করা যায়?(যারা সেই আর্টিকেলটি পড়েন নি তারা আমার আর্টিকেল লেখাটিতে ক্লিক করুন।)
সেখানে আমি বলেছিলাম যে, ঘরে বসে আয় করার জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে আর্টিকেল লিখে আয় করা। হোক সেটা অন্য কারো ওয়েবসাইটে বা নিজের তৈরি কোনো ওয়েবসাইটে লিখে ইনকাম করা।
আজ যেহেতু, আমি নিজের তৈরি ওয়েবসাইটে লিখে ইনকাম করা নিয়ে কথা বলছি, তো অন্যের ওয়েবসাইটে লিখে ইনকাম নিয়ে আজ আর কোনো কথা বলব না।
নিজের তৈরি ওয়েবসাইটকে সাধারণ ভাষায় আমরা ব্লগ নামে অভিহিত করি। তো একজন যদি আর্টিকেল ভালো লিখতে পারে বা কোনো বিষয় সম্পর্কে ভালো জানে, সে সেই বিষয়ে তার নিজের তৈরি ব্লগ এ লিখতে পারে। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি যাই লেখুন না কেন, তা যেন আপনার নিজস্ব লেখা হয়। অন্যের লেখা কপি করে সেটা যদি নিজের ব্লগ এ লিখেন, তবে সেটা গ্রহণযোগ্য হবে না। এমনকি আপনার ব্লগটি তারা ব্লগ করে দিতে পারে। মানে আপনার ব্লগটি আর সচল থাকবে না। তারা সেটা অচল করে দিবে।
এবার আসুন জেনে নিই ইনকামের বিষয়ে।
নিজের তৈরি ব্লগ এ আর্টিকেল লেখার আগে জানতে হবে যে এখান থেকে আপনি মাসে কত টাকা আয় করতে পারবেন। আপনি যেনে অবাক হবেন যে, আপনি ব্লগ থেকে মাসে প্রায় ১০০ থেকে ২০০ ডলার টাকা ১ম অবস্থায় আয় করতে পারবেন। আর যদি আপনার লেখাসমুহ অনেক কুয়ালিটি সম্পন্ন হয়, তবে অনেক বেশি জনপ্রিয় হবে আপনার ব্লগটি। আর এর ফলে আপনি মাসে ১০০০ থেকে ২০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। শুধু তাই নয়, আপনার ব্লগটি জনপ্রিয় হওয়ার কারনে গুগল সার্চ ইঞ্জিনে যদি বেশিবার মানুষ সার্চ করে তবে সেখান থেকে মাসে লাখ লাখ টাকা থেকে আনলিমিটেড আয় করতে পারবেন।
তো এতক্ষণ আমরা শুধু ইনকাম আর নিজস্বতা নিয়ে আলোচনা করলাম। এবার জেনে নিই, কি বিষয়ে আর্টিকেল লিখব? আর কি বিষয়ে বা ব্লগটি তৈরি করব?
আপনারা যেকোনো বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন, আর যেকোনো বিষয়েই আপনি ব্লগটি তৈরি করতে পারবেন।
আসুন জেনে নিই, কোন বিষয়ে আর্টিকেল লিখলে তা বেশি জনপ্রিয় হবে।
১। অনলাইন ইনকাম বিষয়ে আর্টিকেল লিখলে আপনি সে আর্টিকেলটিকে অনেক বেশি জনপ্রিয় করতে পারবেন। কারণ এই বিষয়ে গুগল সার্চ ইঞ্জিনে অনেক বেশি সার্চ হয়।
২। টেকনিক্যাল বিষয়ে আপনি লিখতে পারেন। এ বিষয়ে আর্টিকেল লিখলেও অনেক বেশি সার্চ করার কারনে তা জনপ্রিয় হবে।
৩। স্বাস্থ্য সম্পরকেও একই কথা বলব।
৪। অজানা তথ্য বিষয়ক ব্লগ খুলেও আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন। কারণ অজানা তথ্য জানতে মানুষ অনেক বেশি আগ্রহী।
৫। পড়ালেখা বিষয়ক ব্লগও অনেক বেশি সার্চ হয়। তাই এরকম ব্লগ খুলেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি উল্লেখিত বিষয়সমুহ অনুযায়ী যেকোনো একটি বিষয়ে ব্লগ খুলে আপনার নিজস্ব চিন্তাধারা বিকশিত করে আর্টিকেল লিখেন, তবে অবশ্যই আপনি সফল ইনকামওয়ালা হতে পারবেন। এসব টপিক ছাড়াও আপনি অন্যান্য জনপ্রিয় টপিক নিয়ে আপনার ব্লগ তৈরি করতে পারেন।
তো এখন আমরা জানতে পারলাম যে, কোন বিষয়ে ব্লগ তৈরি করব, কত ইনকাম করতে পারব সে বিষয়ে।
এখন জানতে হবে ব্লগ তৈরি করব কি করে?
সেটা জানতে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।
ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন।
আল্লাহ হাফিজ।
ইমেইজ ক্রেডিটঃ pexels.com & unsplash.com
ইমেইজ ডিজাইনঃ canva.com
কোন মন্তব্য নেই